আজিজুল হক নাসির : সৌদিতে গৃহ পরিচারিকার কাজ না দিয়ে নিজ স্ত্রীকে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এক স্বামী।
জানা যায়,চুনারুঘাট উপজেলার কৃঞ্চ নগর গ্রামের বন বিভাগের পাহাড়ি জমিতে বসবাসকারি ভূমিহীন জামাল মিয়া( ৩৫)এর স্ত্রী সাহারা খাতুনকে ভাল বেতনে গৃহ পরিচারিকার কাজ দেওয়ার কথা বলে উপজেলার কাবিলাশ পুর গ্রামের আদম ব্যবসায়ী চক্র মৃত রজব আলীর পুত্র রমজান মিয়া (৪২),রমজান মিয়ার স্ত্রী জেসমিন(৩২) ও মৃত ছুরত আলীর পুত্র কাজল মিয়া (৩০) ১লক্ষ ৫০ হাজার টাকার বিনিময়ে গত ১৪/০১/১৬ ইন তারিখে সৌদি আরবে পাঠায়।
কিন্তু সাহারা সৌদিতে পৌঁছেই তাঁর স্বামীকে ফোনে জানান, তাকে কোন গৃহের কাজে না দিয়ে অজানা স্থানে রেখে ভিন্ন প্রস্তাব দিয়ে রাজি না হওয়ায় তার উপর শাররিক নির্যাতন চালানো হচ্ছে।
সাহারার বিলাপে ও দেশে ফিরিয়ে আনার অনুরোধে তার স্বামী এলাকার কয়েক জন মুরুব্বীর মাধ্যমে স্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে দালাল রমজান মিয়াকে বিমানের খরচ দেন।
টাকা নিয়ে রমজান এ সপ্তাহে আসবে ও সপ্তাহে আসবে বলে টালবাহানা শুরু করে তিন মাস কাটিয়ে দেয়।
এদিকে গত এক মাস ধরে নিজ স্ত্রীর কোন খুঁজ খবর না পেয়ে জামাল মিয়া বাদি হয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন এবং স্ত্রী সাহারা খাতুনকে দেশে ফিরিয়ে আনতে মহা পরিচালক জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষন বরাবর আবেদন করেছেন।