বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এবং দৌলতপুর (বড়বাড়ি) গ্রামের অধিবাসী যুক্তরাজ্য প্রবাসী ওয়ারিছ আলী’র অসুস্থতার খবর পেয়ে তাঁকে তার নিজ বাড়িতে দেখতে যান বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল হক। এসময় তিনি অসুস্থ প্রবাসী ওয়ারিছ আলীর চিকিৎসার খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ এইড ইউকের যুগ্ম সম্পাদক আবুল কালাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, কার্যকরী পরিষদের সদস্য নূর উদ্দিন।