এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর হকার মার্কেট এলাকা থেকে জাহাঙ্গীর মিয়া (৩০) নামে এক নকল স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে মৃত আব্দুল মন্নাফের পুত্র।
আটকৃত প্রতারক এর স্থায়ী ঠিকানা নতুন বাসষ্টেন্ড হলেও সে এই অপকর্ম বর্তমানে শহরের শায়েস্তানগর এলাকার করগাও হাউজে ভারাটিয়া হিসেবে থাকে। শুক্রবার দুপুর ২টার দিকে সদর থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে নিরীহ মানুষদের নকল স্বর্ণের লোভ দেখিয়ে প্রতারিত করে আসছিল। আটককৃত জাহাঙ্গীর সেই চক্রের একজন অন্যতম সদস্য।
আটককৃত জাহাঙ্গীর জানায়, সে একা নয় তার সাথে আরো ৮/১০জন মিলে এই কাজ করে। আটকের পর পুলিশ তল্লাশি করে তার কাছ থেকে একটি নকল স্বর্ণের বার উদ্ধার করে।