এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার গুনই গ্রামে রাস্তা নিয়ে দুইদল লোকের সংঘর্ষে মহিলা-শিশুসহ ২০ জন আহত হয়েছে।
এ নিয়ে শুক্রবার সকাল থেকে কয়েক দফা সংঘর্ষ হয়। এসময় বাড়িঘরে ভাংচুর ও লুটপাট করা হয়। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের সমেদ মিয়ার সাথে তাজুদ মিয়ার জমিজমা ও রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় তাজুল উল্লা (৬০), আপ্তাব উদ্দিন (২২), শেফালী (১২), মর্তুজা (৯০), দিপালী (১৪), গিয়াস উদ্দিন (১০), খোশবানু (৫৩), রুবিনা (২২), গিয়াস উদ্দিন (২৫) ও মোহাম্মদ নুর উদ্দিন (৩০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।