এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার শিখারপুর গ্রামে মোস্তাকিম (৫) নামের এক শিশু গরম পানিতে জ্বলসে গেছে। সে ওই গ্রামের আবুল হোসেনের পুত্র। শুক্রবার সন্ধ্যায় মা রান্না করার সময় অসাবধনতাবশত তার শরীরে গরম পানি পড়ে যায়। এতে তার তার শরীর জ্বলসে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে।
এব্যাপারে কর্তব্যতর চিকিৎসক জানান, শিশুটির শরীরের বেশীর ভাগ অংশাি ঝলসে গেছে। আমরা আপাতত চিকিৎসা দিয়েছি অবস্থার উন্নতি না হলে তাকে ঢাকা বার্ণ ইউনিটে প্রেরণ করতে হবে।