মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ হবিগঞ্জে শিল্পবর্জ্যে দূষিত সুতাং নদী রক্ষায় সকল পেশার নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে সম্মিলিত নাগরিক আন্দোলন, হবিগঞ্জ। ১ এপ্রিল বিকাল ৪টায় জেলার লাখাই উপজেলার করাব, ধল, উচাইল ও সাধুর বাজারে পথসভা, মতবিনিময় ও লিফলেট বিতরণকালে এ আহবান জানানো হয়। সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জ এর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কমরেড পীযুষ চক্রবর্তী, কমরেড এডভোকেট জুনায়েদ আহমেদ, গোলাম সারওয়ার জাহান লিটন, ছাত্র ইউনিয়ন নেত্রী মাহমুদা খাঁ ও সিএনজি শ্রমিক নেতা সুজন মিয়া প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, শিল্প মালিকরা আইন অমান্য করে এসব অপকর্ম করছে। অথচ তাদের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। বক্তাগণ আরো বলেন, জনগণের ভোটে নির্বাচিত সম্মানীত জনপ্রতিনিধিবৃন্দ ও প্রশাসন আজ নিরব, এর কারণ কি? জনগণ জানতে চায়। তাই অনতিবিলম্বে শিল্পবর্জ্য দিয়ে সুতাং নদীকে ধ্বংসকারীদের হাত থেকে রক্ষার জন্য কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়। এই দাবীতে আগামী ৪ঠা এপ্রিল সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী এবং স্মারকলিপি প্রদান করা হবে। উক্ত কর্মসূচীকে সফল করার জন্য সকলের প্রতি নেতৃবৃন্দ উদাত্ত আহবান জানান।