এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলা সদরের চানপাড়া গ্রামে রেখা রাণী দাস (৩৫) নামের এক সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের শিবু দাসের স্ত্রী। গত বুধবার বিকালে সে বিষপান করে বাড়িতে ছটপট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার স্বামী জানায়, অভাব-অনটনের কারণে সে বিষপান করে।