অনলাইন ডেস্ক : সর্ণের গাড়িবহর নিয়ে ব্রিটেন সফর করতে গেছেন এক সৌদি তরুণ ধনকুবের। তিনি সৌদি থেকে সঙ্গে করে চারটি স্বর্ণের গাড়ি নিয়ে যান।
একাধিক বন্ধুকে নিয়ে লন্ডন সফরে গিয়ে তিনি স্বর্ণের গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। তার প্রতিটি গাড়িই স্বর্ণখচিত।
তার বাড়িবহরে রয়েছে ছয় চাকা বিশিষ্ট মার্সিডিজ জি৬৩ এএমজি৬এক্স৬ যা বালুর মধ্য দিয়ে অনায়াসে চলতে পারে।
তার বহরে রয়েছে বিশ্বের সবচেয়ে কাঙ্খিত দুদরজার রোলস-রয়স ফ্যান্টম ক্যু। এর গতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার।
প্রতিবছর মধ্রপ্রাচ্য থেকে অসংখ্য ধনকুবের ব্রিটেনে ঘুরতে যায়। তারা সঙ্গে করে নামি-দামি গাড়ি নিয়ে যাওয়ার রেওয়াজ চালু রয়েছে। আর এ সময় লন্ডনে অনেক দুর্ঘটনা ঘটে।