হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন চৌধুরী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত পরিবেশ দুষণ পলিথিন বিক্রি করায় কাজল রায়ের দোকানে ১ হাজার টাকা, উত্তম দেবনাথকে ১ হাজার টাকা, আব্দুল কাইয়ূমকে ১ হাজার ও অর্জুণ রায়কে ৫শ’ টাকা জরিমানা করে এবং এসব দোকান থেকে বিপুল পরিমাণ পলিথিন জব্ধ করে। সেই সাথে নিষিদ্ধ পলিথিন বিক্রি না করার জন্য তাদের কাছ থেকে মুচলেকা আদায় করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আবুল মনসুর, চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির পিএসআই আব্দুল জব্বারসহ পুলিশ সদস্যবৃন্দ।