স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের বেকিটেকা গ্রামে তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে তিন পরিবার।
তারা হল ঃ ওই গ্রামের মৃত ফালু মিয়ার পুত্র কুরুম আলী, আলী হোসেনের কন্যা পাংকা বেগম ও মৃত আব্দুস সাত্তারের পুত্র সিদ্দিক আলী। তারা দীর্ঘদিন ধরে ওই গ্রামে মানবেতর জীবন যাপন করছে। কেউ তাদেরকে সাহায্যেল জন্য এগিয়ে আসে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তাদের বাড়িঘর ভাঙ্গা। কোনরকমে সংসার চালিয়ে যাচ্ছে ওই পরিবারগুলো। আবার তাদের কেউ কেউ অভাব অনটনের কারণে ভিক্ষাবৃত্তিতে নামতে বাধ্য হয়েছে। তারা সরকার কিংবা কোন দানশীল ব্যক্তিদের তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার প্রত্যাশা করছে।