বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে পৌষ মেলার নাম করে শহীদ মিনার চত্ত্বরে প্রকাশ্যে জুয়ার আসর বসানোর খবর পাওয়া গেছে। অভিযোগ পেয়ে ইউএনও সামছুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করতে গেলে ইউপি চেয়ারম্যান ধন মিয়া তাতে বাধা দেন। জানা যায়, গতকাল সোমবার স্থানীয় শহীদ মিনার এলাকায় পৌষ মেলা শুরু হয়। এ সময় পবিত্র শহীদ মিনারের বেদির সন্নিকটে ৪ থেকে ৫টি জুয়ার আসর বসায় একদল লোক। এ আসরে সকাল থেকে দুপুর পর্যন্ত উঠতি বয়সের যুবক ও কিশোর জুয়া খেলায় মত্ত্ব থাকে। খবর পেয়ে ইউএনও সামছুল ইসলাম, এসি ল্যান্ড বি এম মশিউর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন। সহযোগিতা করেন ওসি লিয়াকত আলী, এস আই ধর্মজিৎ সিনহা ও সঙ্গীয় ফোর্স। মোবাইল কোর্টের উপস্থিতিতে জুয়াড়িরা পালিয়ে যায়। পরে কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ শহীদ মিনার বেদির আশ-পাশের দোকানপাট সরিয়ে দেয়। এ সময় ইউএনও সামছুল ইসলাম মেলার ইজারাদার কুহিনুর এর কাছে জানতে চান কে মেলার ইজারা দিয়েছেন। কুহিনুর জানান, ১নং ইউপি অফিস থেকে ৫০ হাজার টাকা দিয়ে তিনি লীজ নিয়েছেন। এর পর লিজকারীদের কয়েকজনের নির্দেশে শহীদ মিনার এলাকায় আবারও দোকানপাট খোলার চেষ্টা করলে ইউএনও বলেন, লীজগ্রহীতারা যেহেতু প্রশাসন থেকে কোন অনুমতি নেয়নি, সেহেতু শহীদ মিনার এলাকার পবিত্রতা রক্ষা ও সরকারী নীতিমালা বহির্ভূত কর্মকান্ডের জন্য মেলার দোকানপাট সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৩টায় পুলিশ সকল দোকানপাট সরিয়ে দেওয়ার কাজ শুরু করলে ইউপি চেয়ারম্যান ধন মিয়া ব্যবসায়ীদের দোকানপাট না সরানোর নির্দেশ দেন। আইনানুগভাবে ধন মিয়া যখন যুক্তি খন্ডাতে ব্যর্থ হন তখন তিনি উপস্থিত কয়েক দুষ্কৃতিকারীকে উস্কে দেন। ধন মিয়ার উস্কানীতে দূস্কৃতিকারীরা জুয়াড়িদের সহযোগিতায় হট্টগোল শুরু করলে মেলার দর্শনার্থীরা দিকবেদ্বিক ছুটাছুটি শুরু করেন। এ সময় পুরো এলাকায় আতংকের সৃষ্টি হয়। কিছুক্ষণ পর বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে ইউএনও মোবাইল কোর্ট সাময়িকভাবে স্থগিত করেন। বিকাল সাড়ে ৪টায় ইউএনও এর কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমদ, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান ও হায়দারুজ্জামান ধন মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে রুদ্ধধার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউএনও সামছুল ইসলাম জানান- প্রশাসনের অনুমতি ছাড়া মেলা বসানোর ফলে শহীদ মিনারের মত পবিত্র জায়গায় জুয়াসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ও আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হচ্ছে। তাই আর কোন মেলার অনুমতি দেওয়া হবেনা। এ ব্যাপারে নাগরিক কমিটির সভাপতি মোতাব্বির হোসেন বলেন, পবিত্র শহীদ মিনার চত্তরে দিন দুপুরে জুয়ার আসর বসানোর বিষয়টি নিঃসন্দেহে নিন্দনীয়।