বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমদ নূরউদ্দিনের উপর চোরাগুপ্তা হামলা হয়েছে। বুধবার উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের সমন্বয় সভা শেষে এ হামলার ঘটনা ঘটে।
জনতা ঘটনাস্থল থেকে একটি লাল রঙ্গের নোহা গাড়ি আটক করে পুলিশে দিয়েছে। যার নং সিলেট চ ১১-০৩৯৯। গাড়িতে একটি স্টিলের পাইব ও লোহার রড পাওয়া গেছে।
জানাগেছে, উপজেলা সদরের অডিটরিয়ামে নির্মাণ কাজ হওয়ায় উপজেলা পরিষদের সমন্বয় সভা গতকাল দৌলতপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ছিল।
শান্তিপূর্ণভাবে সমন্বয় সভা শেষে মিলনায়তন থেকে কয়েক শত গজ দূরে আসলে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমদ নূরউদ্দিনের উপর হামলা করে কিছু লোকজন। এসময় ভাইস-চেয়ারম্যান আত্বরক্ষার্থে দ্রুত স্থান ত্যাগ করেন। তবে কারা হামলা করেছে তাদের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বলেন, পরিকল্পিতভাবে আমার উপর হামলা করতে সমন্বয় সভা দৌলতপুর ইউনিয়নের মিলনায়তনে করা হয়েছে।
ওই সভা বিআরডিবি অফিসে করা যেত। তিনি বলেন, গতকাল উপজেলা পরিষদের চেয়ারম্যানের ভাই’র নেতৃত্বে আমার উপর হামলা করা হয়। তিনি বলেন, অস্ত্রসহ একটি গাড়ি আটক করে থানা পুলিশে দেয় জনতা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, জনগণের রোষানলে পড়েছিলেন ভাইস-চেয়ারম্যান। তিনি বলেন, তাঁর ও ভাইয়ের উপর আনিত অভিযোগ সঠিক নয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর বলেন, শান্তিপূর্ণভাবে সমন্বয় সভা শেষ হয়েছে। সভা শেষ হওয়ার পর মিলনায়তন থেকে বেশ দূরে মানুষ ছুটাছুটি করতে দেখলাম। বিষটি বুঝতে পারিনি।
তিনি বলেন, এ ব্যাপারে পুলিশ গুরুত্বসহকারে খতিয়ে দেখবে এবং আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ আব্দুল হাই সাংবাদিকদের বলেন, অভিযোগ দিলে আইনী ব্যবস্থা গহন করা হবে।