রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

ফের চলবো (কবিতা)

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: বুধবার, ৩০ মার্চ, ২০১৬

অসময়ে তোমার সাথে কাটানো দৃশ্য না হয় বন্দি রবে প্রকৃতির কোন হলদে মাখা সবুজে;
আমি ছিলাম,
না হয় দূর থেকে আমি থাকবো।
হ্যা তোমার পাশেই থাকবো।
পাশে না থাকলে,
দেখা না হলে,
কথা না হলে-
ভালবাসা কি মরে যায়?
তবে আজ বলছি শোনো-
আমি তোমাকে ভালোবাসি।

এখনো কি অশ্রু ভাসাবে?
অশ্রু মুছে ফেলোনা একবার,
তোমার হরিণী নেত্রে অশ্রু বড্ড বেমানান।
এবার হাসির ঝলকে ঝলসে দাওনা আমার হৃদয়”
ভাবছো আমি আসবোনা?
আসবো অবশ্যই আসবো-
যেদিন আর কেউ থাকবে না তোমার পাশে,
সেদিনই আসবো,
যত্নে করেই বুকে আগলে ধরে অতৃপ্ত প্রাণ জুরাবো,
আচ্ছা- আজকের চাঁদটা দেখেছো?
ভরপুর যৌবনালো,
কেমন করে সুন্দরের প্রতীমা হয়ে
একাকী নিশ্চূপ জ্বলছে- আকাশের বুকে,
তেমনি ভাবে আমি আকাশ হলে তো তুমি চাঁদ
সে চাঁদের অভিমানে কি আকাশের সৌন্দর্য্য থাকে?
তাই বলি – অভিমান করে আর কষ্ট বাড়াসনে।
বাস্তবতার তপ্ত আলোতে চাই না পোড়তে আর,
বিধির নিয়মেই জীবন করবো পার।

লেখক- যোশেফ হাবিব

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!