অসময়ে তোমার সাথে কাটানো দৃশ্য না হয় বন্দি রবে প্রকৃতির কোন হলদে মাখা সবুজে;
আমি ছিলাম,
না হয় দূর থেকে আমি থাকবো।
হ্যা তোমার পাশেই থাকবো।
পাশে না থাকলে,
দেখা না হলে,
কথা না হলে-
ভালবাসা কি মরে যায়?
তবে আজ বলছি শোনো-
আমি তোমাকে ভালোবাসি।
এখনো কি অশ্রু ভাসাবে?
অশ্রু মুছে ফেলোনা একবার,
তোমার হরিণী নেত্রে অশ্রু বড্ড বেমানান।
এবার হাসির ঝলকে ঝলসে দাওনা আমার হৃদয়”
ভাবছো আমি আসবোনা?
আসবো অবশ্যই আসবো-
যেদিন আর কেউ থাকবে না তোমার পাশে,
সেদিনই আসবো,
যত্নে করেই বুকে আগলে ধরে অতৃপ্ত প্রাণ জুরাবো,
আচ্ছা- আজকের চাঁদটা দেখেছো?
ভরপুর যৌবনালো,
কেমন করে সুন্দরের প্রতীমা হয়ে
একাকী নিশ্চূপ জ্বলছে- আকাশের বুকে,
তেমনি ভাবে আমি আকাশ হলে তো তুমি চাঁদ
সে চাঁদের অভিমানে কি আকাশের সৌন্দর্য্য থাকে?
তাই বলি – অভিমান করে আর কষ্ট বাড়াসনে।
বাস্তবতার তপ্ত আলোতে চাই না পোড়তে আর,
বিধির নিয়মেই জীবন করবো পার।
লেখক- যোশেফ হাবিব