এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চমকপুর গ্রামে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধন করেছে একদল দুর্বৃত্ত। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের বৃদ্ধ ইদ্রিস মিয়া পুকুরে মাছ চাষ করে আসছিলেন তার ভাতিজা আবুল মিয়াসহ তার লোকজন। ওই পুকুরের উপর কুনজর পড়ে একই গ্রামের আব্দুল আহাদসহ তার লোকজনের। গত ২৭ মার্চ রাতে আহাদ মিয়া, ওয়াহিদ মিয়া, সাদিকুর রহমান ও ইন্তাজ উল্লাহসহ ২১জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই পুকুরে প্রবেশ করে পাহারাদার ইয়াকুব মিয়া ও তৌহিদ মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে পুকুরে বিষ প্রয়োগ করে।
মুর্হুতের মধ্যেই পুকুরের মাছগুলো মরে ভেসে উঠে। এর আগে লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। বিষ প্রয়োগের বলে প্রায় ১০/১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন পুকুর মালিক। এদিকে মামলা দায়েরের পর থেকে বাদি ও তার চাচাকে হুমকি ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।