স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আনোয়ারপুর বাইপাস সড়ক থেকে দুলাল মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। সে সদর উপজেলার রিচি ইউনিয়নের নোয়াগাও গ্রামের তালেব উদ্দিনের পুত্র। সোমবার সন্ধ্যায় সদর থানার এসআই সানা উল্লাহ ও রকিবুলের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার রিকশার সিটের নিচ থেকে উল্লেখিত মদ উদ্ধার করা হয়।