দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : শায়েস্তাগঞ্জে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রোববার সকালে এ উপলক্ষে এক র্যালি বের হয়। সমিতির সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। সমিতি পরিচালনা বোর্ডের সভাপতি এডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে ও জেনারেল ম্যানেজার মোঃ রেজাউল হকের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুর রউফ, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নওরুজুল ইসলাম চৌধুরী, মোঃ আব্দুল মতিন, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, মোঃ আব্দুল মুকিত, হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, যুবলীগ নেতা উসমান আলী মিনু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজীউর রহমান ইমরান, জনি তালুকদার, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মাসুক আহমেদ প্রমুখ।