হবিগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে হবিগঞ্জ শহরের আদালত পাড়া এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টার ইনভাইটার অব ইসলাম হবিগঞ্জ নামে সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি হাফেজ্ব নুর আহমেদ শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রাহাত রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা মুশফিউল আলম, মাওলানা তানভীর চৌধুরী, এডভোকেট নোমান চৌধুরী, মাওলানা জহিরুল ইসলাম, হাফেজ মাওলানা নাছির উদ্দিন প্রমুখ।
এসময় বক্তরা বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবি জানান। অন্যথায় কোন পদক্ষেপ নেয়া হলে বাংলার তৌহিদি জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।
মানববন্ধন শেষে হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলমের কাছে একটি স্বারক লিপি প্রেরণ করা হয়।