নবীগঞ্জ প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউ,পি আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত রবিবার বিকেল ৩ টায় বিশাল সমাবেশে অনুষ্টিত হয়।
ইউ,পি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুজাত চৌধুরীর পরিচালনায় , এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল চৌধুরী, সাবেক মন্ত্রী প্রয়াত দেওয়ান ফরিদ গাজী’র তনয় সিনিয়র আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহ্ নেওয়াজ মিলাদ গাজী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, আওয়ামীলীগ নেতা ও পৌরসভার প্যানেল মেয়র এটি,এম সালাম, দীঘলবাক ইউ,পি আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউ,পি নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত একক প্রার্থী আবু সাইদ এওলা মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমীন রাসেল ,কুর্শি ইউ,পি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী, কৃষকলীগ নেতা ফজলুর রহমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যূগ্ম আহবায়ক উজ্জ্বল সরদার, এম,মুজিবুর রহমান, নব গঠিত উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ইউ,পি ছাত্রলীগ নেতা শাহ জাহান সাজু প্রমুখ। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি ও বিভিন্ন দল থেকে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।