উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার পাহাড়ী অঞ্চলখ্যাত দিনারপুর এলাকার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর সারং বাড়ী থেকে বিয়ে পাগল এক লন্ডন প্রবাসীকে লন্ডন প্রবাসী স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় মুখরোছক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। গ্রেফতকারকৃত লন্ডন প্রবাসী ওই গ্রামের মৃত কটু মিয়া চৌধুরীর ছেলে লন্ডন প্রবাসী ফজলুর রহমান চৌধুরী (৫০)।
অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, উপজেলার গজনাইপুর সারং বাড়ীর ফজলুর রহমান চৌধুরী সম্প্রতি লন্ডন থেকে বাংলাদেশে আসেন। এসে তার বাসা সিলেটের শাহপরান (রঃ) থানার শাহজালাল উপশহরের বাসায় না উঠে গ্রামের বাড়ীতে উঠেন। এবং সেখানে তিনি বসবাস শুরু করেন। লন্ডন প্রবাসী স্ত্রী রাহেনা বেগম চৌধুরীকে সাথে নিয়ে না আসায় এবং সিলেটের বাসায় না উঠায় লন্ডন প্রবাসী স্ত্রীর সন্দেহ হয় স্বামীর প্রতি।
এক পর্যায়ে গত কিছু দিন পুর্বে স্বামী ফজলুর রহমান তার প্রথম স্ত্রীর অনমুতি না নিয়ে একং গ্রামের আবুল কালাম নামে এক ব্যক্তির কন্যা মুনতাহা বেগম (২৫) নামে এক যুবতিকে গোপনে বিয়ে করেন। এ খবর লন্ডন প্রবাসী স্ত্রী জানতে পারলে মুহুর্তের মধ্যেই বাংলাদেশে চলে আসনে। এবং তাদের মালিকানাধীন সিলেটের শাহজালাল উপশহরের বাসায় উঠেন। এবং স্বামীর সাথে যোগাযোগ করলে স্বামী ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায়ে স্বামী ফজলুর রহমান বাসায় গিয়ে ১ম স্ত্রী রাহেনা বেগমকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসেন। এবং এ বেশি বাড়াবাড়ি করলে ভাল হবেনা বলে হুমকি দিয়ে আসেন। এ ঘটনায় গত ২৪/০৩/২০১৬ ইং তারিখে লন্ডন প্রবাসী স্ত্রী রাহেনা বেগম চৌধুরী বাদী হয়ে বিনা অনুমতিতে ২য় বিয়ে করার অপরাধে সিলেট শাহপরান (রঃ) থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে এফআইআর ভুক্ত করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট শাহপরান (রঃ) থানার এসআই সোহেল রানা গত শুক্রবার রাতে একদল পুলিশ নিয়ে নবীগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় লন্ডন প্রবাসী ফজলুর রহমানকে তার গ্রামের বাড়ী গজনাইপুর সারং বাড়ী থেকে গ্রেফতার করে। এ ঘটনায় এলাকায় মুখরোছক আলোচনা সমালোচনার ঝড় বইছে।