উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্য,পুষ্টি ও জনসংখ্যা কর্মসুচী নবীগঞ্জ শাখার উদ্যোগে নিরাপদ প্রসব ও শিশু মৃত্যুও হার কমানোর লক্ষ্যে প্রশিক্ষনপ্রাপ্ত মিডওয়াইফদের পরিচিতি সভা নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলানায়তনে অনুষ্টিত হয়।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্ত ডাঃ রথীন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে এবং মেডিকেল টেকনলজিষ্ট অজিত কুমার দাশের পরিচালনায় এতে প্রধাণ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মা ও শিশু কর্মকর্তা ডাঃ নগেন্দ্র চন্দ্র দাশ, উপজেলা পঃ পঃ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, ডাঃ মুছা হাওলাদার , উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ সাদেক হোসেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক মোঃ সেলিম মিয়া তালুকদার,ডাঃ ইদ্রিস আলী, বিভাবতী মহালদার । স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ ফিরোজ ।
এতে বক্তব্য রাখেন এফআইবিডিবির কো-অর্ডিনেটর মোঃ২ আজবাহার। অনুষ্টানের শুরুতে কোরআন তেলওয়াত করেন আব্দুস সালাম,গীতা পাঠ করেন স্বাস্থ্য পরিদর্শক পুন্যব্রত ধর। এ সময় উপস্থিত ছিলেন, ডাঃ জুনাইদ আহমদ, নাসির উদ্দিন, নার্স আফরোজা পারভীন, নার্স শিপ্রা রানী দেব,নার্স চন্দনা রানী সুত্রধর।
অনুষ্টানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক নবীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র ম্যানেজার মোঃ কামরুল হাসান।