প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গোবরখলা গ্রামের মৃত গিয়াস উদ্দিন(ওমর আলী)এর পুত্র। সাইফুল বৃত্তি পেয়েছে। ২০১৫ সালের জেডিসি পরিক্ষায় গাজীপুর রায়হানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা হতে টেলেন্টফুল বৃত্তি পেয়েছে সাইফুর রহমান।
তার মাতার নাম নুরুন্নাহার, বড় ভাই মিজান। সাইফুল ভবিষ্যতে আদর্শ শিক্ষক হতে আগ্রহী। সে সকলের দোয়া প্রার্থী।