নিজস্ব প্রতিনিধিঃ আজমিরীগঞ্জ উপজেলার আগামি ৩১ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে। ১ নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল কদ্দুছ মিয়াকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার রাত ৮ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলমের নেতৃত্বে নির্বাচনী আচরণ বিধির উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ১ নং সদর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল কদ্দুছ মিয়ার বড় ভাই সামছু মিয়া লোকজন নিয়ে নির্বাচনী এলাকা ফতেহপুর প্রচারনা শেষে মিছিল সহকারে আজমিরীগঞ্জের লালামিয়ার বাজারে আসা মাত্র পুলিশ লাটি চার্জ করে মিছিল চত্রবঙ্গঁ করে দিয়ে সামছু মিয়াকে আটক করে, এসময় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় ৫ হাজার টাকা জরিমানা করে।