সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ থেকে।। নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দিনারপুর উচ্চ বিদ্যালয়ে প্রতিবারের মত ন্যায় এবার ও পালন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
শনিবার সকাল সাড়ে ১১টার সময় বিদ্যালয় প্রাঙ্গন থেকে ৫০০ফুটের অধিক লম্বা বড় র্যালি বের করা হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভিন্ন ধরণের আয়োজন করে দিনারপুর উচ্চ বিদ্যালয়। এসময় দিনারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ হাজার হাজার ছাত্র-ছাত্রী র্যালিতে অংশগ্রহন করে।
প্রথমে র্যালিটি বিদ্যালয়ের ২য় গেইট হয়ে জনতার বাজার পুরাতন সড়ক হয়ে দিনারপুর কলেজ পর্দক্ষিণ করে, ও ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে বিদ্যালয়ের প্রধান ফকটে এসে শেষ হয়। পরে শহিদ মিনারে শহীদের ফুল দিয়ে শ্রদ্ধাঙলি জানিয়েছেন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সহকারী শিক্ষিকা হাসি রানী ও রুকসানা বেগমের উপস্থাপনায় ক্লাসের ছাত্র- ছাত্রীরা কবিতা আবৃতি করে, এসময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন দিনারপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর, সৌরভ, ফয়ছল, তানিম, রাকিব ও ইভনা প্রমুখ। শেষে কবিতা আবৃতি ও শুভেচ্ছা বক্তব্যকারীদের হাতে বিজয়ী পুরস্কার তুলে দিয়ে অনুষ্টান সমাপ্তি করা হয়।