বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলার পূর্ব বন্দুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার এক আলোচনা সভা ও ক্রিড়া প্রতিযোগীতার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ওলিউর রহমানের পরিচালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল হক মামুন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইলাছ মিয়া। অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র নাঈম আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক বদরুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য লাল মিয়া, আফিয়া খাতুন, জমিরুন নেছা, অভিভাবক জুনাব আলী, আপ্তাব আলী, সহাকারী শিক্ষিকা জোৎনা বেগম, মনোয়ারা বেগম প্রমুখ।