বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আসিদ আলীর উপর হামলার থানায় মামলা দায়ের করা হয়েছে। আসিদ আলী বাদি হয়ে দায়ের করা মামলা নং ০৪। উপজেলার দশঘর গ্রামের মৃত তৈয়ব উল্লাহ’র পুত্র ছাদিকুর রহমান ওরফে ফুর আলীকে প্রধান অভিযুক্ত করে দায়ের করা মামলায় ৬ জনের নাম উল্লেখ ও আরও ৩ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে।
মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন- একই গ্রামের ছাদিকুর রহমান ওরফে ফুর আলীর পুত্র মতিউর রহমান, জাহিদুর রহমান, উবায়েদুর রহমান, মহিম উদ্দিনের পুত্র জসিম উদ্দিন, মৃত রজমান আলীর পুত্র মাহমদ আলী।
মামলার অভিযোগপত্রে বাদি উল্লেখ করেছেন, বিদ্যুৎ সংযোগের জন্য বাদির কাছে অভিযুক্তদের চাওয়া ফিস (টাকা) প্রদান না করা এবং অভিযুক্তদের পূর্বে বাদির বাড়ির অংশের বিদ্যুতায়নের উদ্বোধন করার জের থেকে হামলার ঘটনা ঘটে। স্থানীয় পীরেরবাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে অভিযুক্তরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ধারালো রামদা, ডেগার, লাঠি, জিআই পাইপ হাতে সজ্জিত হয়ে বাদি আসিদ আলীর উপর করে তাঁকে গূরুত্বর আহত করে।
বর্তমানে বাদি চিকিৎসাধীন রয়েছেন।
মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) আবদুল হাই বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।