হবিগঞ্জ প্রতিনিধি : “ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মা মুক্ত দেশ হবে” এই প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়।
এতে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পরে জেলা সদর হাসপাতালের হলরুমে আলোচনা সভায় সিভিল র্সাজন ডাঃ দেবপদ রায় সভাপতিত্ব করেন।
নাটাব কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদ উ অনুষ্ঠানে নাটাব সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এমরান হোসেন, সহ-সভাপতি চিত্রমত্র ডাঃ অসিত রঞ্চন দাস এএসপি সার্কল মোঃ মাসুদুর রহমান মনির বক্তব্য দেন।
এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জ্যোতি আক্তার। গীতা পাঠ করেন সম্পা দাস রায়।
স্বাগত বক্তব্য রাখেন ডাঃ মোঃ মুখলিছুর রহমান।
বক্তব্য রাখেন তাহমিনা বেগম গিনি, বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, সরকারি কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধি এতে অংশগ্রহন করেন।
সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, যক্ষ্মামুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবার সহযোগিতায় যক্ষ্মা মুক্ত দেশ গড়া সম্ভব।