বাহুবল থেকে সংবাদদাতা : বাহুবল উপজেলা সদর-রাজাপুর বাজার এলজিইডি’র রাস্তার প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে আকিলপুর গ্রামের নিকট রাস্তাটি বন্ধ করে দিয়েছে একটি অসৎ প্রকৃতির প্রভাবশালী চক্র। দীর্ঘ ৭০ বছর যাবৎ ওই রাস্তা দিয়ে বাহুবল উপজেলা সদরে যাতায়াত করে আসছেন পশ্চিমাঞ্চলের চন্দনিয়া, বালিচাপড়া, রাজাপুর, কাইতগাঁও, পনার আব্দা, আকিলপুর, মিঠাপুর গ্রামবাসী। কিন্তু ৭০ বছরের পুরাতন এই রাস্তা একটি বানোয়াট যুক্তি খাড়া করে রাস্তার মাঝখানে ডালপালা দ্বারা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে আকিলপুর গ্রামের গেদু মিয়া, আরজু মিয়া, জমির আলী, সাজিদুর রহমান চৌধুরী, মনির ডাক্তর সহ তার লোকজন। যেভাবে রাস্তা বন্ধ করা হয়- গত শনিবার সকাল ১০ টারদিকে ওই চক্রটির নেতৃত্বে তার লোকজন গাছের ডালপালা দিয়ে রাস্তার মাঝামাঝি বেড়া দেয়। তাদের যুক্তি হচ্ছে ‘পাশে কবরস্থান, বিধায় রাস্তাটি কবরস্থানের’। তাদের এই খোড়া যুক্তি এলাকাবাসীর কেউই মানতে চান না। কবরস্থান দিয়ে রাস্তা নয়, তবে কেন তারা রাস্তা বন্ধ করে দিয়েছে? এমন প্রশ্নের জবাব তাৎক্ষণিক জানা না গেলেও পরে অনুসন্ধানে বেরিয়ে এসেছে আসল রহস্য। আকিলপুর গ্রামের অন্য একটি গ্র“পের সাথে ওই চক্রটির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বন্ধ করা স্থান দিয়েই প্রতিপক্ষের লোকজন চলাচল করে আসছেন। আর রাস্তার পাশে কবরস্থানের পাশ দিয়ে রাস্তার এক পাশের জমি ওই প্রতিপক্ষের। এদিকে উল্লেখিত চক্রটি শুধু স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তারা ওই স্থানে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এর নেপথ্যে কারণ হচ্ছে- কবরস্থানের দোহাই দিয়ে রাস্তা বন্ধ করলে রাস্তাটি একটু সরিয়ে প্রতিপক্ষের জমি দিয়ে রাস্তা করা হবে। হিংসারও একটি প্রকৃতি আছে। কিন্তু ওদের হিংসার প্রকৃতি এমনই। যে অনৈতিক কর্মের দরুণ হাজার হাজার মানুষ দুর্ভোগের শিকার হন। অথচ গ্রামের ওই দুর্বল পক্ষেরই মালিকানাধীন ওই জমির প্রায় ৩ শতক রাস্তার গর্ভে বিলিন হয়ে গেছে। রাস্তা বন্ধের দু’দিন অতিবাহিত হলেও উপজেলা প্রশাসন এখন পর্যন্ত কোন পদক্ষেপ নিচ্ছে না। এব্যাপারে এলাকাবাসীর বক্তব্য হচ্ছে-আমরা কয়েক যুগ ধরে ওই রাস্তা দিয়ে চলাচল করে আসছি। কোন বাধা আসেনি। ওই অসাধু চক্রটি রাস্তা বন্ধ করে দেয়ায় কয়েক হাজার মানুষ দুর্ভোগের শিকার হলেন। ইহা একটি অমানবিক ঘটনা বলা যায়।