এম এ আই সজিব ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দোয়াতপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেও সফল হতে পারেনি মাহবুবা (২০) নামের এক প্রেমিকা। অবশেষে কীটনাশক পান করে তাকে আত্মহত্যার পথ বেঁেছ নিতে হয়েছে।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত মাহবুবার পরিবার সূত্রে জানা যায়, ৩ মাস আগে লাখাই উপজেলার হোসেনপুর গ্রামের নাদির হোসেনের কন্যা মাহবুবা আক্তারকে পার্শ্ববর্তী দোয়াতপুর গ্রামের জনৈক প্রবাসির সাথে বিয়ে দেয়া হয়।
বিয়ের পর তার স্বামীর বন্ধু রিপন মিয়ার সাথে মাহবুবার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দিনে দিনে তাদের মাঝে ঘনিষ্ঠতা বাড়তে থাকলে এক পর্যায়ে রিপন প্রেমিকা মাহবুবাকে দিয়ে তার প্রবাসী স্বামীকে তালাক প্রদানে প্রলুব্দ করে। সম্প্রতি রিপন মাহবুবাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে তার সাথে শারিরীক সম্পর্ক গড়ে তুলে কৌশলে সটকে পড়ে। গত মঙ্গলবার বিয়ের দাবিতে মাহবুবা রিপনের বাড়িতে গিয়ে অনশন শুরু করে।
কিন্তু রিপন বিয়ে করতে রাজি না হওয়ায় গতকাল বুধবার মাহবুবা রাগে, অপমানে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে রিপন আত্মগোপন করেছে।