ক্রীড়া ডেস্ক : বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে উভয় দলের জয়ের কোনো বিকল্প নাই। এমন উত্তেজনাকর ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে কমেন্ট্রি বক্সে থাকার কথা শাহরুখ খানের।
ইন্ডিয়ান মিরর জানিয়েছে, কমেন্ট্রি বক্সে কপিল দেব আর শোয়েব আখতারের সঙ্গে যোগ দেবেন বলিউড তারকা শাহরুখ খান। ম্যাচটির প্রথমার্ধে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে তাকে। বুধবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ভারত-বাংলাদেশ ম্যাচটি।
ভারত-পাকিস্তান ম্যাচে ইডেন গার্ডেন অন্য তারকাদের সঙ্গে শাহরুখ খানের থাকা ছিল। কিন্তু দুবাই থাকায় তিনি ওই ম্যাচে স্টেডিয়ামে থাকতে পারেননি। তাই এবার সুযোগটি মিস করতে চান না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্সের মালিক।