শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

চুনারুঘাট সংরক্ষিত বনাঞ্চলে জীববৈচিত্র্য হুমকিতে

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: বুধবার, ২৩ মার্চ, ২০১৬

habiganj-১২আজিজুল হক নাসির ॥ হবিগঞ্জের চুনারুঘাটের সংরক্ষিত বন থেকে গাছের পাশাপাশি হারিয়ে যাচ্ছে জন্তু জানোয়ার।

 

চোরা গুপ্তা হামলা চালিয়ে একটি চক্র প্রতিদিনই বনের নিরীহ হরিন শিকার করছে। ওই শিকারীদের হামলায়, খয়েরি খরগোস,বন মোরগ, তিতিরসহ নানা জাতের পাখিও মারা পড়ছে।

 

সংরক্ষিত বন অরক্ষিত হয়ে পড়ায় বনে প্রানীরা চলে আসছে লোকালয়ে। এখানে গ্রামবাসির হাতে প্রায় প্রতিদিনই ধরা পড়ছে হরিন,অজগর সাপ, লজ্জাবাতি বানরসহ নানা জাতের প্রানী। পুরো হবিগঞ্জ জেলায় ১৮ হাজার বনের মধ্যে শুধু চুনারুঘাটেই রয়েছে ৮০ ভাগ বন।

 

উপজেলার ৯টি বনবিটের মধ্যে রেমা, কালেঙ্গা, ছনবাড়ি, সাতছড়ি, তেলমাছড়া ও বঘুনন্দন হচ্ছে শুকনো ও মিশ্র চিরহরিৎ বন। এ বনগুলো জীব ও উদ্ভিদবৈচিত্রে দেশের সবচেয়ে সমৃদ্ধ এলাকা। কিন্তু মনুষ্য অত্যাচারে ক্রমেই এসব বনের গাছপালা,পশুপাখি কমে যাচ্ছে।

 

এ অবস্থায় বনের খাদ্য শৃংখল ভেঙে পড়ার পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের আশংকা বাড়ছে। প্রতি বছর ২১ মার্চ সারা দেশের ন্যায় চুনারুঘাটেও বন দিবস পালন করা হয় কিন্তু তা অনুষ্টিত কেবল কাগজে কলমে। বন রক্ষায় বন বিভাগের যেমন আন্তরিকতা নেই তেমনি ভুমিকা নেই সাধারণ মানুষের।

 

উপজেলার দক্ষিণ পূর্বাঞ্চলে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ প্রাকৃতিক বন রেমা ও কালেঙ্গা বনের অব¯’ান হলেও বন রক্ষায় বনবিভাগ, এনজিও এবং রাজনৈতিক নেতাদের ভুমিকা হাস্যকর। সাতছড়ি ও রেমা-কালেঙ্গা অভয়রন্যের দায়িত্বশীল ব্যক্তিরা বলেন, শুকনো ও মিশ্র চিরহরিৎ এ বনটিকে সরকার ২০০৫ সালে অভয়ারণ্য ঘোষণা করে। ছনবাড়ি, রেমা ও কালেঙ্গায় গেলেই রিসাস বানর, কুলু বানর, লাজুক বানর, চশমাপরা হনুমান, লালচে হনুমানের বাস।

 

 

ওই বনে আন্তর্জাতিকভাবে বিপন্ন পাখি লালমাথা ট্রগন, রাজ ধনেশ, ইমপেরিয়াল পিজিয়ন বিপন্ন ¯’ন্যপায়ীদের মধ্যে কাঁকড়াখেকো বেজি, উড়ক্কু কাঠবিড়ালি, রামকোটা কাঠবিড়ালি পাওয়া যায় এ বনে। রেমা কালেঙ্গা বনে ৩৭ প্রজাতির ¯’ন্যপায়ী, ১৬৭ প্রজাতির পাখি, সাত প্রজাতির উভচর, ১৮ প্রজাতির সরীসৃপ ও ৬৩৮ প্রজাতির গাছপালা, লতাগুল্ম রেমা-কালেঙ্গাকে সাজিয়ে তুলেছে। দেশের সবচেয়ে বড় বন সুন্দরবনের উদ্ভিদবৈচিত্র মাত্র ৩৩০ প্রজাতিতে সীমাবদ্ধ। এছাড়া এ বনে রয়েছে শত বছরের প্রাকৃতিক মহীরুহ গর্জন, চাপালিশ, বনক, জারুল, আওয়াল, হারগাজা, বেলু, বট, শেওরা, ডুমুর, গামার, বৈলাম, বনমালী ও শালসহ নানা প্রজাতির গাছ। সঙ্গে রয়েছে বনকর্মীদের আবাদ করা সেগুন, আগর, বহেরা, কাঁঠাল, আমলকী, হরতকি, ডেউয়া ও চালিতা। তবে পরিবেশবাদিরা বলেন,বন বিভাগ ও এনজিও গুলোর এ হিসেব কেবল কাগজে কলমেই সীমবদ্ধ।

 

 

এলাকাবাসিরা বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক শ্রেনীর মাংশ লোভী মানুষ সংরক্ষিত বন থেকে অবাধে হরিন শিকার করছে। গত ৩ মাসে রেমা কালেঙ্গা বন থেকে ১০ টি হরিন শিকার করা হয়েছে। সর্ব শেষ গত ১৮ মার্চ গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে লোকজন একটি হরিন শিকার করে। এ নিয়ে ফেসবুকে ব্যপক তোলপাড় চলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!