উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ পৌরসভার এডিপি’র অর্থায়নে প্রায় সাড়ে ৬ লাখ টাকা ব্যয়ে স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় মঙ্গলবার সকালে এক নতুন ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
পৌর সভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী এ কাজের উদ্বোধন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় কর, সাধারন সম্পাদক নারায়ন রায়, পুজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল, পৌরসভার প্যানেল মেয়র-এটি এম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, পৌর কাউন্সিলর আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, সাবেক প্যানেল মেয়র রিজভী আহমদ খালেদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রমথ চক্রবর্তী বেনু, মৃদুল কান্তি রায়, নিকুঞ্জ পাল নিখিল, বিধান ধর, পবিত্র বনিক, উত্তম কুমার রায়, সুজিত পাল, অমলেন্দু সুত্রধর, অরবিন্দু বনিক, হিমাংশু দেব, দিপক পাল, শংকর দেব, সুশান্ত বনিক, নীলকণ্ট দাশ সামন্ত নন্টী, প্রনব দেব, মের্সাস আর্মি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ঠিকাদার মোঃ হোসেন আহমেদ প্রমূখ।