আনিসুর রহমান নয়ন, হবিগঞ্জ থেকে ॥ হবিগঞ্জে ৩ মাসের শিশু হত্যাকান্ডের ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত শিশু তাসপিয়া আক্তার প্রমির পিতা আম্বার আলী বাদী হয়ে গতকাল রাতে হবিগঞ্জ সদর থানায় এ হত্যা মামলা দায়ের করেন। মামলা আরো ১৭/১৮জনকে অজ্ঞাত আসামী হিসেবে রাখা হয়।
উল্লেখ্য, হবিগঞ্জ সদর উপজেলার মশাজান গ্রামে বালু মহালকে কেন্দ্র করে গত রবিবার রাত ১২টার দিকে ৩ মাসের শিশুকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আব্দুল কাদিরের স্ত্রী সাজেদা আক্তারকে গ্রেফতার করে পুলিশ।
গতকাল নিহত শিশু তাসপিয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ সময় গ্রামে হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারণ হয়।