হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ২৫ জন আহত হয়েছে। এ সময় পুলিশ ২৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। বিএনপি নেতাকর্মীরা ২০টি যানবাহন ভাঙচুর করে। পুলিশ ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
রোববার বিকেলে শহরের ২নং পুল বাইপাস সড়কে বিএনপি অবরোধের সমর্থনে মিছিল বের করে। পরে বিএনপি নেতাকর্মীরা সেখানে ১টি ট্রাক ও ১টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে দ্রুত বিচার মামলার চার্জশিটভুক্ত আসামি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিমকে গ্রেফতারের চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে স্বেচ্ছাসেবক দল হবিগঞ্জ সদর উপজেলার আহবায়ক আব্দুল মান্নান তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। সংঘর্ষে পুলিশ ২৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
গুলিবিদ্ধ হয়ে যারা আহত হয়েছেন তারা হলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম, স্বেচ্ছাসেবক দল হবিগঞ্জ সদর উপজেলার আহবায়ক আব্দুল মান্নান, যুবদলের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম মতিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহাব উদ্দিন, হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ও জেলা মোটর চালক দলের আহবায়ক তারা মিয়া।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, বিএনপি নেতাকর্মীরা যানবাহন ভাঙচুরের চেষ্টা করলে তাদেরকে ছত্রভঙ্গ করতে ২৫ রাউন্ড গুলি নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।