এম এ আই সজিব ॥ সড়ক দূর্ঘটনায় নিহত হবিগঞ্জ শহরের চাঁন মিয়া মসজিদের সহকারি ইমাম মাওলানা সালা উদ্দিন পলাশ (২০) এর দাফন সম্পন্ন হয়েছে। গত শনিবার সন্ধ্যায় চাঁন মিয়া মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজার নামাজ, এশার নামাজের পর রাজনগর কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ শেষে রাজনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি রাজনগর কবরস্থান রোডের বাসিন্দা মৌলানা মৃত আব্দুল মন্নানের পুত্র। উল্লেখ্য গত শনিবার দুপুরে নবীগঞ্জে যাওয়ার পথে পুরানগাঁও নামকস্থানে তিনি সিএনজি দুর্ঘটনায় নিহত হন।