সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ থেকে।। নবীগঞ্জ উপজেলার পানিউমদায় ১ম শহীদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, সুফলা ক্রিকেটক্লাবকে ৫ উইকেটে হারিয়ে শাহ মুশকিল আহসান ক্রিকেট ক্লাব বিজয়ী হয়েছে, পানিউমদা রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজ মাঠে গতকাল শনিবার সকাল সাড়ে ০৯টার দিকে ১ম শহীদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
এতে মোট ১৬ টি দল অংশ গ্রহন করলে অনেক টিমে জাতীয় দলের খেলোয়াড় ও অংশ নেন। হাজারো দর্শকদের ভীরে মাতিয়ে তুলেছে জাতীয় দলের সাবেক ক্রিকেট খেলোয়ার অলক কাপালিক ও মাঠে ওঠে পরে মুঠো ফোনের সেলফিতে ক্রিকেট প্রেমীদের উৎসবের আমেজ।
উক্ত খেলার ফাইনালে পানিউমদা সুফলা ক্রিকেটক্লাবকে ৫ উইকেটে হারিয়ে বিজয়ী হয়েছে সাতাইহাল শাহ্ মুশকিল আহসান ক্রিকেট ক্লাব। রানার্স আপ হয়েছে পানিউমদা সুফলা ক্রিকেট ক্লাব।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, নবীগঞ্জ -বাহুবল আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, পানিউমদা ইউ,পি চেয়ারম্যান ইজাজুর রহমান, লন্ডন প্রবাসী আলহাজ্ব এম,এ মুনিম, লন্ডন প্রবাসী আব্দুর রব, দেওয়ান জাহিদ আহমদ চৌধুরী, আবুল ফজল মেম্বার, ডি এস ডি মোহাইমিন চৌধুরী বাবু, যুবলীগ নেতা অনু আহমেদ, রুহেল আহমেদ, আওয়ামীলীগ নেতা আঃ মুকিত, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মুহিবুর রহমান চৌধুরী তছনু, এম,এ মুহিত, সানিউর রহমান তালুকদার, ছনি চৌধুরীসহ আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, বাবুল আহমেদ, হাবিবুর রহমান, তারেক রহমান, সাইফুর রহমান, জিয়াউর রহমান, ফরহাদ আহমেদ, আতিকুর রহমান বাবু, রিপন আহমদ, নাইম আহমেদ, মাহেদ আহমেদ, সুমাহান, জুয়েল রানা, মামুন খান, খয়েছ, কামরুল, জসিম, মোতাচ্ছির,উজ্জ্বল, জিলান, মুর্শেদ, আতাউর রহমান, বিদ্যুৎ, সাজু, এমরান, তমাল, তোফায়েল, ওয়াহিদ প্রমুখঃ খেলায় ১ম পুরস্কার হিসেবে ১টি রেফ্রিজারেটর ও ২য় পুুরস্কার ১টি রঙ্গীন “টিভি বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।