এম এ আই সজিব ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের পুরানগাঁও নামক স্থানে সিএনজি অটোরিকশা উল্টে মোহাম্মদ আলী পলাশ (২৫) নামের এক মোয়াজ্জিন নিহত হয়েছেন। তিনি রাজনগর এতিমখানা সড়কের বাসিন্দা মৌলানা আব্দুল কাইয়ূমের পুত্র ও টাউন মসজিদের মোয়াজ্জিন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো ৪ যাত্রী আহত হয়। জানা যায়, হবিগঞ্জ থেকে নবীগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা (হবিগঞ্জ-থ-১১-৪০৯১) উলেখিত স্থানে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পলাশ নিহত হন এবং উলেখিত সংখ্যক লোক আহত হয়।
স্থানীয় জনতা সিএনজিটি আটক করলেও চালক পালিয়ে যায়।
যাত্রীরা জানান ওই সময় চালক মোবাইল ফোনে কথা বলছিল। এদিকে পলাশের মৃত্যুর খবর শোনে সদর হাসপাতালে তাকে একনজর দেখতে শত শত লোক ছুটে যান। গতকালই তাকে রাজনগর কবরস্থানে তাকে দাফন করা হয়।