চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং আহম্মদাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে সালেহ উদ্দিন বাবরুকে বিএনপি থেকে প্রাথমিকভাবে একক প্রার্থী মনোনীত করা হয়েছে।
আহম্মদাবাদ ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান পদে সালেহ উদ্দিন বাবরু ও জি এম কুটি দলীয় মনোনয়ন দাখিল করেন। গত ১৫মার্চ বিকাল ৫টায় গোপন ভোটে সালেহ উদ্দিন বাবরু ৩ভোট ও জি এম কুটি ২ভোট পান। পরে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান সালেহ উদ্দিন বাবরুকে প্রাথমিকভাবে আহম্মদাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
মূহুর্তের মধ্যে এলাকায় এ খবরটি ছড়িয়ে পড়লে ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদের মাঝে আনন্দের বন্যা দেখা দেয়।