মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার চৌমুহনী বাজারে চুরি করতে টিন কাটার সময় বাজারের পাহারাদার কে ধাওয়া দিয়ে আটক করেছে বাজার ব্যবসায়ীরা। সালিশ বৈঠক করে চোরকে পুলিশের হাতে সোপর্দ করে দিয়েছে স্থানীয় চেয়ারম্যান। বাজার ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার চৌমুহনী পূর্ববাজারে কমলানগর গ্রামের ইয়াকুব মিয়ার পুত্র কাউসার মিয়ার মালিকানাধীন “কাউসার স্টোরের” পিছনের টিন কেটে ভিতরে ডুকার সময় দোকানের মালিক কাউসার মিয়া চোর ডোকার বিষয়টি টের পেয়ে পার্শ¦বতী স্ মিল ব্যবসায়ী শাহজাহান মিয়ার সহায়তায় বাজারের পাহারাদার চৌমুহনী ইউনিয়নের কালিকৃষ্ণনগর গ্রামের মৃত সিদ্দিক আলীর পুত্র আক্কাস আলী (৫০) কে হাতে নাতে আটক করে। পরে শনিবার সকাল ১০ টার সময় চৌমুহনী ইউনিয়ন পরিষদ হল রুমে ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগের নেতৃত্বে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ বৈঠকে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য ইদ্রিস আলী, বোরহান উদ্দিন ভূইয়া, আঃ রশিদ , বাজার কমিটির সভাপতি ডাঃ লাল মিয়া, সাবেক সভাপতি ডাঃ এনামুল হক শাহরাজ, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ছায়েদুর রহমান ছায়েদ, আঃ হাই, মিজানুর রহমান দুলু, আঃ হামিদ , ডাঃ জাহাঙ্গীর আলম , অহিদ হোসেন, আমিনুল ইসলাম ভুট্রু, মাইনুল ইসলাম জুয়েল প্রমুখ। সালিশ বৈঠকের সিদ্ধান্ত হয় আটককৃত চোরকে পুলিশের হাতে সোপর্দ করে দেওয়ার । খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাড়িঁর( টুআইসি) কামাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের হাতে আটকৃত চোরকে গ্রেফতার করে মাধবপুর থানা হাজতে নিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, গত ছয় মাসে চৌমুহনী বাজারে একাধিক চোরির ঘটনা ঘটে যার মূল হোতা আক্কাস আলী। আজ অনেক দিন পর ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে হাতে নাতে আটক করেছে। আমরা এর দৃষ্টান্ত মূলক বিচার চাই। কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে মাধবপুর থানায় চোরির মামলা দায়ের করা হয়েছে।