আকিকুল ইসলাম লালু, উচাইল থেকে : হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল সানাবই গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী ও যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির ভাইস প্রেসিডেন্ট আজদু মিয়া তালুকদারের মাধ্যমে গৃহহীনের গৃহায়ন প্রকল্পে সানাবই গ্রামের মোঃ জামাল মিয়া ও মোছাঃ মিনারা খাতুনকে দুইবান করে টিন এবং উচাইল শান্তিষার জালাল আহমেদের ছেলে পারভেজ আহমেদকে লেখাপড়ার উন্নায়র্থে ৫০০০/- হাজার টাকা অনুদান প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুর রশীদ তালুকদার ইকবাল, ৬নং রাজিউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুল করিম দুলাল, এবং ৬নং রাজিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমরান আহমেদ ও ডাঃ আইন উল্লা, আওয়ামী নেতা আঃ আওয়াল তালুকদার ,ইকবাল মিয়া প্রমুখ।