এম এ আই সজিব ॥ সিলেট বিভাগের আন্তঃজেলা ডাকাত দলের গড-ফাদার অবষেশে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার বিকালে ডিবির এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ডাকাত শহরের উমেদনগর এলাকার চান মিয়ার পুত্র আলামিন (৩৫)। পুলিশ জানায় সে দীর্ঘদিন ৭ বছর ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন জেলার একাধিক ডাকাতি ছিনতাই এর মামলা রয়েছে।