এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং পূর্ব বিরোধের জের ধরে এক ব্যক্তির কুপিয়ে বাম হাতের আঙ্গুল ও মাথায় এলোপাতারি কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের করছা গ্রামে এ ঘটনা ঘটে। আহত লক্ষ্মণ বৈষ্ণব (৩৫) ওই গ্রামের মৃত মোহন বৈষ্ণবের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে ওই গ্রামের লক্ষ্মণ বৈষ্ণবের সাথে নেপাল বৈষ্ণব ও গোলক বৈষ্ণবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠকও হয়।
কিন্তু কোন সুরাহা হয়নি। এরই জের ধরে বুধবার সকালে গ্রামের রাস্তায় একা পেয়ে নেপাল বৈষ্ণব ও গোলক বৈষ্ণব ধারালো অস্ত্র দিয়ে লক্ষ্মণ বৈষ্ণবের বাম হাতের আঙ্গুল ও মাথায় আঘাত করে। তার শোরচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে নেপাল ও গোলক পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন লক্ষ্মণ বৈষ্ণবের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
হবিগঞ্জ সদর হাসপাতালের আরএমও আবু নাঈম হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।