সুতাং প্রতিনিধি : সদর উপজেলার সুরাবই গ্রামে জায়গায় দখলকে কেন্দ্র করে দু‘পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা হয়েছে। আহতরা হল- দুলাল (৪০), কদ্দুস (৪২), হেলাল (৩০), শিবন (৪৫), রাসেল (২২), রোকেয়া বেগম (৬৫), ছালেক (৩০), জাহির (৪৮), ফাহিম (১১), সাজিদুর (৬৮), শিরিনা বেগম (২৮), জিসান (১৩), বাবলু (২৮)। জানা যায়, সুরাবই গ্রামের বাবলু মিয়া ও কদ্দুস মিয়ার মধ্যে সুতাং বাজারের একটি মাকের্ট দখল নিয়ে বিরোধ চলে আসছে। এর জের গতকাল উভয় পক্ষের লোকজন মাকের্ট দখল করতে গেলে সংঘর্ষ ঘটনা ঘটে। এতে উল্লেখিতরা আহত হয়।