মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি : সীমান্তে চোরাচালান বন্ধে ও অপরাধ নিয়ন্ত্রনে সহায়তা করতে হবিগঞ্জের মাধবপুরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন বিজিবি।
বুধবার দুপুরে ৫৫ বিজিবির ধর্মঘর ক্যাম্পে মত বিনিময় সভায় সাংবাদিক সঙ্গে সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ৫৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ক্যাম্পের ইনচার্জ সুবেদার আবু হানিফ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারন সম্পাদক অলিদ মিয়া, যুগান্তর প্রতিনিধি রোকন উদ্দিন লষ্কর, সমকাল প্রতিনিধি মোঃ আইয়ুব খান, মানবজমিন প্রতিনিধি রাজীব দেব রায় রাজু, সাংবাদিক সানাউল হক চৌধুরী শামীম, জামাল মোঃ আবু নাছের, বিকাশ বীর, সৈয়দ শাহরুল হক সুমন, হামিদুর রহমান প্রমুখ।
লে.কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, মাদক দ্রব্য আমাদের যুব সমাজ কে ধ্বংস করে দিচ্ছে।। মাদকের আগ্রাসন থেকে যুব সমাজ কে রক্ষা করতে হবে। একাজ একা সীমান্ত রক্ষিদের পক্ষে সম্ভব নয়। সাংবাদিক সহ সবাই কে মাদক নিয়ন্ত্রন সহযোগীতার আহ্বান জানান। মাধবপুরে আমরা বেশ কিছু মাদক চোরাকারবারীর তালিকা পেয়েছি। তাদের বিরুদ্ধে চিরুনী অভিযান চালানো হবে।