শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের লষ্করপুর থেকে নতুনব্রীজ পর্যন্ত ১৫টি দূরপাল্লার গাড়ি ভাংচুর করা হয়েছে। এসময় কয়েজন যাত্রী আহত হয়। গতকাল শনিবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়কে এ ঘটনগুলো ঘটে। জানা যায়, হবিগঞ্জের বিভিন্ন উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামাত-শিবিরেরর বিরুদ্ধে সম্প্রতি ঘটনায় একাধিক মামলা হওয়ায় সকলেই লোকচক্ষুর আড়ালে চলে যায়। এদিকে অবরোধও চলমান হওয়ায় তারা এখন চোরাগুপ্তা হামলা শুরু করে। গতকাল তারা হবিগঞ্জ-সিলেট বিরতীহীন ১টি বাস, ১টি এনা পরিবহন, ১টি শ্যামলীসহ দূরপাল্লার ১৪/১৫টি গাড়ি ভাংচুর করে। এব্যাপারে হবিগঞ্জ মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জানান, আমাদের একটি গাড়ি দুর্বৃত্তরা ভাংচুর করেছে। গতকালও আমাদের কয়েকটি বাস ও হবিগঞ্জ-মাধবপুর একটি লোকাল বাস ভাংচুর করেছে। তবে কারা এ হামলায় জড়িত তা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।