এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামে বয়স্ক ভাতা নিয়ে ফেরার পথে জাবেদা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি আমতলী গ্রামের মৃত আওলাদ আলীর স্ত্রী ও ৭ সন্তানের জননী।
মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, জাবেদা খাতুন ব্যাংক থেকে বয়স্ক ভাতা নিয়ে বাড়ি ফেরার পথে ধুলিয়াখাল নেমে সড়ক পারাপারের সময় একটি বেপরোয়া সি.এন.জি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।