নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে ১৫ মার্চ ২০১৬ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। ‘এন্টিবায়োটিকযুক্ত খাদ্যকে না বলুন’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে নবীগঞ্জ উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির আয়োজনে সেমিনার ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা বেগম, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ছাইম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঃ রাজ্জাক, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ। উক্ত সেমিনারে ভোক্তা সংরক্ষণ আইন, ২০০৯ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।