ফখরুল আলম, (যুক্তরাজ্য) প্রতিনিধি :- যুক্তরাজ্যের ম্যানচেষ্টারস্থ ইনস্পিয়ার ফাউডেশন নামক চ্যরিটি সংগঠনের এক বছর পূর্তি উপলক্ষে এক চ্যারিটি ডিনার আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্টান অনুষ্টিত হয়েছে গত ০৮ মার্চ মঙ্গলবার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপের ডাইরেক্টর মোস্তফা সারোয়ার বাবু। সভায় বক্তারা বলেন ইনস্পিয়ার ফাউডেশন নামক চ্যরিটি সংগঠনটি বাংলাদেশের হত দরিদ্র মানুষের কল্যানে দীর্ঘ এক বছর যাবত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও ওইসব মানুষের কল্যাণে কাজ করে যাবে।
ইনস্পিয়ার ফাউডেশনের চেয়ারপার্সন আব্দুল মতিনের সভাতিত্বে এবং জাফর আহমেদের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন কাউন্সিলার শেফালি বেগম, কাউন্সিলার ফারুক আহমেদ, কমিউনিটি ব্যাক্তিত্ব কামাল হুসেন, মন্নান খান, কলি হুসাইন, ফারছু আহমেদ চৌধুরী, ফখরুল আলম, তৈয়য়ুবুর রহমান শ্যামল, এডভোকেট চান মিয়া প্রমুখ।
ইনস্পিয়ার ফাউডেশনের চেয়ারপার্সন সংঠনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
সভাশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।
অনুষ্টানে যুক্তরাজ্যের বিভিন্ন শহরের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।