নিজস্ব প্রতিবেদক :- হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ ছালেক মিয়াকে সংবর্ধনা দিয়েছে উদয়ন ইউনিটি শায়েস্তাগঞ্জ।
সোমবার রাতে স্থানীয় নাজমা কমিনিউটি সেন্টারে উদয়ন ইউনিটির সভাপতি নজরুল ইসলাম সানুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আব্দুর রকিবের পরিচালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, জহুর চান বিবি মহিলা কলেজের প্রভাষক জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী শফিকুল ইসলাম, শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত, দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকমের সম্পাদক সাখাওয়াত হুসেন টিটু, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আছকুদ আলী, মহিলা কাউন্সিলর আছমা আব্দুল্লাহ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফকরুল হামিদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান পয়েস, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রসেনজিৎ দেব, সাবেক ওসি হাজী আতাহার আলী শাহ, বিশিষ্ট মুরুব্বি মোঃ আব্দুল হাসিম, মোঃ আব্দুল বারিক, নুর আলম সিদ্দিকি, মোজাম্মেল হক শফিক, সাইফুল ইসলাম, ফকরুল আলম, সাইদুর রহমান সুজন। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুর ইসলাম তালুকদার।
উদয়ন ইউনিটির পক্ষ থেকে পৌর মেয়র কে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।