আজিজুল হক নাসির, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদে যে কোন প্রতীকে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুকে বিজয়ী করার অঙ্গিকার করেছেন ইউনিয়নের কালামন্ডল-হারাজুরা গ্রামবাসী। ১৩ মার্চ রাত ৮টায় কালামন্ডল গ্রামের কালা মিয়ার বাড়ী (সাবেক ছাত্রলীগ নেতা আশিকুর রহমান) এর বাড়ীতে এক উঠান বৈঠকে গ্রামের লোকজন এ অঙ্গিকার করেন। মো: আ: গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: রহমান আজাদ, সাবেক মেম্বার সালেহ আহমদ তালুকদার, আনজব খাঁ, কালা মিয়া, আকবর আলী, ছিদ্দিক আলী, আ: রশিদ, জালাল মিয়া, জাফর মিয়া, জাফর মিয়া(২) কামাল মিয়া, সাইফুর রহমান, আ: সহিদ, ছাবু মিয়া, আ: হক, শাহিন মিয়া, জামাল মিয়া(২) আবু তাহের, ভিংরাজ মিয়া, সফিক মিয়া, মুক্তার মিয়া, শিপন মিয়া, হাবিব উল্লাহ, মশিউর রহমান, আকছির মিয়া, মন্নান মিয়া, আ: হামিদ, আ: আউয়াল, মো: মিজান মিয়া, লিটন মিয়া, আনজুল হক। আফতাব উল্লাহ, রাহুল আহমেদ, বাবু মিয়া প্রমূখ।
বৈঠকে সকল বক্তারা’ই ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী ব্যাপক উন্নয়ন মূলক কর্মকান্ড ও নেতি বাচক দিক গুলো উল্লেখ করে বলেন, দলমত নয় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা দ্বিতীয় বার সনজু চৌধুরীকে নির্বাচিত করতে অঙ্গিকারাবদ্ধ। সনজু চৌধুরী আওয়ামীলীগ তাতে কারো কোন আপত্তি নেই। মূল কথা হল যার দ্বারা এলাকার উন্নয়ন হয়। মানবতা রক্ষা পায় তাকে’ই নির্বাচিত করতে চান তারা। ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী বলেন, আমি মানুষের জন্য রাজনীতি করি। এলাকার মানুষের সুখ:দু:খের অংশীদারীত্ব নিয়ে জনগন আমার প্রতি সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট হবেন। আল্লাহর সন্তুষ্টি থাকলে মানুষকে পিছনে ফিরে তাকতে হয় না। কাজ করতে গিয়ে আমার ভূল থাকতে পারে জনগন তাহা ধরিয়ে দিলে তিনি নিজেকে শোধরানোর সুযোগ পাবেন। সর্বশেষে তিনি সকলের দোয়া কামনা করেন। উল্লেখ্য ইতি মধ্যে গেরারুক ও গাদীশাল গ্রামে উঠান বৈঠক করেন। তিনি তাদের সমর্থন আদায় করে নিতে সক্ষম হয়েছেন।