চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ মাজার জিয়ারতকারী এক গৃহবধুর শ্লীলতাহানীর চেষ্টা করেছে দুই লম্পট। জানা যায়, রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মুড়ারবন্দ মাজার জিয়ারত করতে আসেন রংপুর জেলার সদর উপজেলার কামার চান গ্রামের আব্দুল হাফিজের মেয়ে সোমা আক্তার (৩৮) তার শিশু কন্যাকে নিয়ে।
এ সময় সোমা আক্তার মুড়ারবন্দ মাজার এলাকার আবুল হোসেনের দোকানে তার শিশু কন্যার জন্য খাবার কিনতে গেলে পাশ্ববর্তী ঘরগাঁও মুখিপুর গ্রামের কিতাব আলীর ছেলে জসীম মিয়া (২৫) ও একই গ্রামের মৃত সফর আলীর ছেলে লম্পট আব্দুল মতিন (৩৫) সোমাকে ঝাপটে ধরে শ্লীলতা হানীর চেষ্টা করে। সোমার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। এ সময় লম্পটরা পালিয়ে যায়।